fbpx

প্রায় দেড় বছর ক্রিকেটের বাইরে থাকবেন পান্ত!

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

প্রায় ১৮ মাস ক্রিকেটের বাইরে থাকতে হবে ঋষভ পান্তকে, এমনটাই জানিয়েছে ভারতীয় গণমাধ্যম নিউজ এইটিন। এই হিসেব অনুযায়ী ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপও খেলতে পারবেন না তিনি।

২০২২ এর ডিসেম্বরের শেষদিকে, গাড়ি দুর্ঘটনায় আহত হন পান্ত। এরপর অনেকেই ভেবেছিলেন হয়ত ২০২৩ এর মাঝামাঝি সময়ে ক্রিকেট মাঠে ফিরবেন পান্ত। কিন্তু সেই আশার গুঁড়ে বালি, প্রায় দেড় বছর ক্রিকেট মাঠে ফিরতে পারবেন না তিনি। হাটুর লিগামেন্ট ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে পান্তের। যার ফলে বারবার অপারেশন করতে হচ্ছে তার।

এই বছরের আইপিএল এবং ওয়ানডে বিশ্বকাপ তো বটেই, আগামী বছরের আইপিএল এবং টি-টোয়েন্টি বিশ্বকাপেও ভারতের জার্সি গায়ে মাঠ মাতাতে পারবেন না তিনি।

২৫ বছর বয়সী এই ক্রিকেটারকে প্রথমে দেহরাদুনের ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এরপর মুম্বাইয়ের কোকিলাবেন ধিরুবাই আম্বানি হাসপাতালে স্থানান্তর করা হয় তাকে। বর্তমানে সেখানেই চিকিৎসারত অবস্থায় আছেন ভারতের এই উইকেটকিপার ব্যাটার।

Advertisement
Share.

Leave A Reply