fbpx

ফাইজারের ভ্যাকসিন তালিকাভুক্ত করলো ডব্লিউএইচও

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

জরুরি ব্যবহারের জন্য ফাইজার-বায়োএনটেকের করোনা ভ্যাকসিন তালিকাভুক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটি বলছে, পদক্ষেপের মাধ্যমে উন্নয়নশীল দেশগুলোর জন্য ভ্যাকসিন পাওয়া সহজ হবে । সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য দিয়েছে।

বৃহস্পতিবার ডব্লিউএইচও জানায়, মহামারিরর প্রথম ভ্যাকসিনের বৈধতা দানের মধ্য দিয়ে বিভিন্ন দেশের আমদানি ও প্রয়োগে নিজেদের নিয়ন্ত্রকদের অনুমোদন দেওয়ার পথ উন্মুক্ত করবে।  ডব্লিউএইচও’র বৈধতা দেয়ার কারণে ভ্যাকসিনটি কিনতে পারবে  ইউনিসেফ ও প্যান-আমেরিকান হেলথ অর্গানাইজেশনের মত সংস্থাগুলোও।

ডব্লিউএইচও’র ওষুধ ও স্বাস্থ্য পণ্যবিষয়ক সহকারী মহাপরিচালক ড. মারিয়াঞ্জেলা সিমাও বলেন,”বৈশ্বিক করোনা ভ্যাকসিনের প্রাপ্যতা নিশ্চিত করার জন্য এই পদক্ষেপ খুবই ইতিবাচক। তবে আরও বড় ধরনের বৈশ্বিক উদ্যোগের প্রয়োজনীয়তার উপর জোর দিতে চাই।  যাতে করে যে কোনও দেশের জনগণের জন্য ভ্যাকসিনের সরবরাহ নিশ্চিত করা যায়।“

সংস্থাটি জানায়, ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিন সুরক্ষা মান অর্জন করেছে এবং ঝুঁকির তুলনায় সুবিধা বেশি।

ফাইজারের ভ্যাকসিন চরম শীতল তাপমাত্রায় সংরক্ষণ ও পরিবহন করতে হয়। এরই মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, কাতার, বাহরাইন ও মেক্সিকোতে অনুমোদনের পর প্রয়োগ শুরু হয়েছে।

Advertisement
Share.

Leave A Reply