fbpx

ফিলিপাইনে বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৫৮

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ফিলিপাইনে বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৮ জনে। এখনও ধ্বংসস্তুপে অনেকের দেহ চাপা পড়ে রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধার অভিযান এখনও চলছে। বুধবার এ খবর দিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা।

দেশটির দক্ষিণপূর্ব অঞ্চলে গ্রীস্মকালিন ঝড় মেগির আঘাত হানে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে লেইতে প্রদেশ।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এই প্রদেশের বেবে শহরের আশেপাশের ছয়টি গ্রামে ঝড়ের প্রভাবে ভূমিধসে নিহত হয়েছে ৪৭ জন। আহত হয়েছে শতাধিক মানুষ। এখনও নিখোঁজ রয়েছে ২৭ জন। এছাড়া নিগ্রোস ওরিয়েন্টাল ও মিন্দানাও প্রদেশে কয়েকজন মারা গেছেন।

মাটির স্তুপে এখনও অনেকে আটকা পড়ে থাকতে পারে সেই আশঙ্কায় নিরাপত্তাকর্মীদের সাথে অভিযানে অংশ নিয়েছে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরাও।

Advertisement
Share.

Leave A Reply