fbpx

২ ফেরিতে যাত্রীদের হুড়োহুড়িতে মৃত্যু ৬, আহত অন্তত ২৫

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটের দুই ফেরিতে যাত্রীদের হুড়োহুড়িতে আজ ৬ জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন অন্তত ২৫ জন। তাদের মধ্যে ১০ জনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।

আজ বুধবার (১২ মে) মাদারীপুরের শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে এ দুর্ঘটনা ঘটে। গণপরিবহন বন্ধ করে এবং বিজিবি মোতায়েন করে কয়েকটি চেকপোস্ট বসানো হলেও ঈদে বাড়ি যাওয়ার জন্য লোকজনকে এবার আটকে রাখা যায়নি। স্বাস্থ্যবিধির কথা না ভেবেই হুড়োহুড়ি করে ফেরিযোগে বাড়ি ফিরছেন যাত্রীরা।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়াঘাটের ব্যবস্থাপক (বানিজ্য) সাফায়েত আহমেদ সংবাদমাধ্যমকে জানান, আজ মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়াঘাটে ১৫টি ফেরি চলাচল করছে।

তিনি জানান, নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হওয়ার পরও শিমুলিয়াঘাটে যাত্রী পারাপারে ভোগান্তি বেড়েছে কয়েকগুন। আজ সকাল থেকেই ঘরে ফেরা মানুষের ভিড়ের কারণে পা রাখার ঠাঁই ছিল না। তার মধ্যেই হুড়োহুড়িতে এ দুর্ঘটনা ঘটলো।

Advertisement
Share.

Leave A Reply