fbpx

ফের বাড়ল এইচএসসির ফরম পূরণের সময়  

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

এ বছরের এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের সময় আরও এক দফা বাড়ানো হয়েছে। যেখানে জানানো হয়েছে, এই ফরম পূরণ চলবে ২৬ জুলাই পর্যন্ত। আর পরীক্ষার ফি ২৭ জুলাই পর্যন্ত পরিশোধ করা যাবে। এর আগে, ফরম পূরণের শেষ সময় ছিল ৬ জুলাই পর্যন্ত।

বৃহস্পতিবার ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম আমিরুল ইসলামের সই করা অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে।

যেখানে বলা হয়, ২০২২ সালের এইচএসসি পরীক্ষার শিক্ষার্থীদের ফরম পূরণের সময় ২৬ জুলাই পর্যন্ত বাড়ানো হলো। ‘সোনালী সেবা’র মাধ্যমে ফি জমা দেয়ার সময় ২৭ জুলাই পর্যন্ত পুনর্নির্ধারণ করা হলো।

উল্লেখ্য, গত ৮ জুন থেকে এইচএসসি ও আলিম পরীক্ষার ফরম পূরণ শুরু হয়। প্রথম দফায় ২২ জুন পর্যন্ত ফরম পূরণের সুযোগ দেয়া হয়। পরে সে সময় বাড়িয়ে ৬ জুলাই করা হয়। এবার তা বাড়িয়ে ২৬ জুলাই পর্যন্ত করা হলো।

Advertisement
Share.

Leave A Reply