fbpx

বইমেলার পর্দা নামছে ১২ এপ্রিল

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

দেশে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ১২ এপ্রিল অমর একুশে বইমেলা শেষ হচ্ছে বলে জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

শনিবার (১০ এপ্রিল) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সাল হাসান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

১৪ এপ্রিল এ মেলা শেষ হওয়ার কথা থাকলেও করোনার কারণে দুই দিন আগেই শেষ হচ্ছে এবারের বইমেলা।

নানা প্রতিবন্ধকরা পেরিয়ে গত ১৮ মার্চ থেকে শুরু হয় এবারের একুশে বইমেলা। গণভবন থেকে ভার্চুয়ালি অমর একুশে বইমেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সরকারের ১৮ দফা নির্দেশনার পর ৩১ মার্চ থেকে বইমেলার সময় কমিয়ে সাড়ে তিন ঘণ্টা করা হয়। এর মাঝে অনেকেই মেলা বন্ধের দাবি জানিয়ে আসছিলেন। তবে মেলা বন্ধ না করে এখন মেলা চলছে প্রতিদিন দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

Advertisement
Share.

Leave A Reply