fbpx

বসন্ত উৎসব নিয়ে হাজির হচ্ছে ‘রঙ’

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ঋতুরাজ বসন্ত সবার মনে রঙিন ছোঁয়া নিয়ে হাজির হয়। এ সময় শীতের রিক্ততা মুছে প্রকৃতি সেজে ওঠে নতুন রূপে। সাথে সাথে মানুষের মনও রঙে রঙে রঙিন হয়ে ওঠে।

পহেলা ফাল্গুনে বাঙালি মুখিয়ে থাকে অন্যরকম ভালো লাগায় দিনটি উদযাপনের জন্য। দিনটিই তো আসলে উদযাপনের। আবার নতুন পোশাক ছাড়া অসম্পূর্ণ থেকে যায় এই দিনটি। আর এই বিশেষ দিনটির বিশেষ পোশাকের জন্য বাংলাদেশের শীর্ষ ফ্যাশন হাউজ ‘রঙ’ আয়োজন করছে বসন্ত উৎসবের। যেখানে পোশাক এবং সকল সামগ্রীতে থাকবে ফাল্গুণের ছোঁয়া।

বসন্ত উৎসব নিয়ে হাজির হচ্ছে ‘রঙ’

বড়দের পোশাকের সাথে আছে ছোটদের পোশাকের কালেকশনও

গোল্ডেল, গেরুয়া, পেস্ট, পিচ, লাইট গ্রীন এর সাথে লেমন হলুদ। কমলা, টিয়া, ফিরোজা, ম্যাজেন্টা ও লাল রঙে উজ্জ্বল হয়েছে প্রতিটি পোশাক।

ফ্লোরাল মোটিফে মূলত ট্রাডিশনাল পোশাকই থাকছে এই কালকশনে। সাথে রয়েছে ফিউশনের নান্দনিক মিশেলের সম্ভার। এখানে মূলত সুতি এবং ভিসকল বা লিলেন কাপড় ব্যবহার করা হয়েছে পুরো কালেকশনে। শাড়ির ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে সুতি এবং হাফ সিল্ক।

বসন্ত উৎসব নিয়ে হাজির হচ্ছে ‘রঙ’

‘রঙ বাংলাদেশ’ এ পাবেন বসন্তের ভিন্ন মোটিফের ডিজাইন। ছবি: রঙ বাংলাদেশ

সংগ্রহে যা পাবেন

মেয়েদের পোশাক- শাড়ি, থ্রীপিস, সিঙ্গেল কামিজ, টপস, আনস্টিস ড্রেস, পালাজ্জো, সিঙ্গেল ওড়না, ব্লাউজ

ছেলেদের পোশাক- পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট, ফতুয়া

বাচ্চাদের পোশাক- শাড়ি, ফ্রক, কামিজ, টপস, পাঞ্জাবি, শার্ট

এছাড়াও থাকছে যুগলদের জন্য একই ডিজাইনের পোশাক। আরো রয়েছে জুয়েলারি, মেয়েদের ব্যাগ, পার্স এবং নানা ডিজাইনের মগ।

সকল ধরণের ক্রেতাদের কথা মাথায় রেখে প্রতিটি পোশাক রাখা হয়েছে ক্রয় সাধ্যের মধ্যে।

Advertisement
Share.

Leave A Reply