fbpx

বাংলাদেশ ক্রিকেটের সাথে আমার নাম সব সময় জড়িয়ে থাকবে: গাঙ্গুলী

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বাংলাদেশের ক্রিকেটের সাথে সৌরভ গাঙ্গুলীর নাম সবসময় জড়িয়ে থাকবে। বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট অধিনায়ক কিংবা ভারত ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হয়ে প্রথমবারের মতো বাংলাদেশের বিপক্ষে পিঙ্ক বলের টেস্ট আয়োজন সবই করেছিলেন তিনি। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ওয়েস্টিন হোটেলে ঢাকা উত্তর সিটি করপোরেশন মেয়র কাপের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে, সেই কথাই মনে করিয়ে দিলেন সাবেক বিসিসিআই প্রধান। বলেন,

“বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসের সাথে আমার নাম সব সময় জড়িয়ে থাকবে। আমার প্রথম টেস্ট অধিনায়কত্ব বাংলাদেশে। ওটা বাংলাদেশেরও প্রথম টেস্ট ম্যাচ ছিল”

স্মরণ করিয়ে দিলেন বিসিসিআই সভাপতি থাকার সময় কলকাতার ইডেন গার্ডেনে বাংলাদেশ-ভারত পিঙ্ক টেস্ট আয়োজনের কথা।

“ভারতের ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে প্রথম পিঙ্ক টেস্ট আমরা আয়োজন করেছিলাম বাংলাদেশের বিপক্ষে। যেখানে আমার আমন্ত্রণে ওই টেস্ট ম্যাচ দেখতে কোলকাতায় গিয়ছিলেন আপনাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা”

তবে ঢাকায় আয়োজিত মেয়র কাপে তরুণদের নিয়ে কথা বলতে ভুলেননি সাবেক বিসিসিআই সভাপতি। ছেলেমেয়েদের খেলাধুলা ও শিক্ষার সাথে থেকে সমাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার আহবান জানান তিনি “মাদকমুক্ত সমাজ গড়তে হবে। মাদক সমাধান নয়, সমাধান হলো খেলাধুলা। ছেলেমেয়েদের বলব, খেলার সঙ্গে যুক্ত থাকো। গানবাজনা, শিক্ষার সঙ্গে যুক্ত থাকো। শিক্ষা তোমাদের এগিয়ে নিয়ে যেতে অনেক সাহায্য করবে”

Advertisement
Share.

Leave A Reply