fbpx

বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের সূচি প্রকাশ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বাংলাদেশের বিপক্ষে তিন টি-টোয়েন্টি এবং তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সূচি ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। সিরিজের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে হারারে স্পোর্টস ক্লাব মাঠে। আগামী ৩০ই জুলাই শনিবার হারারে স্পোর্টস ক্লাবে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুইদল। পরদিন একই মাঠে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি। একদিন বিরতি দিয়ে ২ আগস্ট মঙ্গলবার সিরিজের তৃতীয় এবং শেষ টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে।

৫ই আগস্ট শুক্রবার একই মাঠে শুরু হবে ওয়ানডে সিরিজ। সিরিজের দ্বিতীয় ওয়ানডে মাঠে গড়াবে ৭ই আগস্ট। দুইদিন বিরতি দিয়ে ১০ই আগস্ট বুধবার শেষ ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ। তবে এই সিরিজ আইসিসি সুপার লিগের অন্তর্ভূক্ত নয়।

গত বছর জিম্বাবুয়েতে তিন ফরম্যাটের সিরিজ খেলেছিলো বাংলাদেশ। একমাত্র টেস্টটি বাংলাদেশ জিতে নেয়। ওয়ানডেতে আফ্রিকার দেশটিকে বাংলাদেশ ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করলেও টি-টোয়েন্টিতে সেটা পারেনি। তবে সিরিজে জিতেছিল ২-১ ব্যবধানে।

Advertisement
Share.

Leave A Reply