fbpx

বাজারে আসছে ৫০০ টাকার নতুন নোট

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বাজারে ৫০০ টাকা মূল্যমানের নতুন ব্যাংক নোট ছাড়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামীকাল সোমবার (২৪ অক্টোবর) থেকে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের স্বাক্ষর করা এ নোট পাওয়া যাবে।

রবিবার (২৩ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স থে‌কে এ তথ্য জা‌নানো হয়েছে।

যেখানে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের স্বাক্ষর সম্বলিত ৫০০ টাকা মূল্যমানের ব্যাংক নোট ২৪ অক্টোবর (সোমবার) বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে। যা পরে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকেও ইস্যু করা হবে। নতুন মুদ্রিত নোটের রং, আকৃতি, ডিজাইন ও সব নিরাপত্তা বৈশিষ্ট্য আগের নোটের মতো অপরিবর্তিত থাকবে। নতুন মুদ্রিত বর্ণিত নোটের পাশাপাশি বর্তমানে প্রচলনে থাকা ৫০০ টাকা মূল্যমানের অন্যান্য নোটও বৈধ নোট হিসেবে যুগপৎ চালু থাকবে।

এর আগে গত ১৫ সেপ্টেম্বর গভর্নর আব্দুর রউফ তালুকদারের সই করা ১০ ও ২০ টাকা মূল্যমানের নোট বাজারে ছাড়ে বাংলাদেশ ব্যাংক।

Advertisement
Share.

Leave A Reply