fbpx

বাজারে নিত্যপণ্যের দাম সহনীয়: বাণিজ্যমন্ত্রী

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বাজারের নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে আছে বলে দাবি করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। মঙ্গলবার জাতীয় সংসদে লক্ষ্মীপুর-১ আসনের আনোয়ার হোসেন খানের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘সম্প্রতি হঠাৎ করে চাল, চিনি, ভোজ্য তেলের দাম বৃদ্ধি পেয়েছিল। বাণিজ্য মন্ত্রণালয়ের সময়পোযোগী পদক্ষেপের ফলে এসব নিত্যপণ্যের দাম আবার আগের মতো সহনীয় পর্যায়ে চলে এসেছে।‘

আরেক প্রশ্নে জবাবে টিপু মুনশি বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতা নেওয়ার সময় ২০০৮-০৯ অর্থবছরে বাংলাদেশের রপ্তানি আয় ছিল ১৫ হাজার ৫৬৫ মিলিয়ন মার্কিন ডলার। বর্তমানে তা ৩৯ হাজার ৭৫৫ মিলিয়ন ডলার ছাড়িয়েছে।‘

কয়েকদিন আগে বিরোধীদলীয় উপনেতা এবং জাতীয় পার্টির চেয়ারম্যান জি এক কাদের সংসদে অভিযোগ করে বলেছিল, ‘নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়ে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। এতে সাধারণ মানুষের মাঝে চাপা হাহাকার বিরাজ করছে। কিন্তু সরকার নির্বিকার, যেন কিছুই করার নেই। মহামারীকালে মানুষের আয় যখন কমেছে, তখন তেল, চাল, ডালসহ খাদ্য পণ্যের দাম বেড়ে যাওয়ায় হাহাকার তৈরি হয়েছে।‘

বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে আনতে পণ্যের সরবরাহ বৃদ্ধি করার পাশাপাশি চাঁদাবাজি বন্ধ করার প্রস্তাবও দিয়েছিলেন জি এম কাদের।

Advertisement
Share.

Leave A Reply