fbpx

বিত্তশালীদের তুলনায় মধ্যবিত্ত এলাকার করদাতারা বেশি সারচার্জ দেন

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বিত্তশালীদের তুলনায় মধ্যবিত্ত এলাকার মানুষ বেশি কর দেয় এবং এরাই বেশি সম্পদশালী। গত কয়েক বছরের সম্পদের বিপরীতে করদাতাদের দেওয়া সারসার্জের হিসাব ঘাঁটলে এমন চিত্রই দেখা যায় বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

সেখানে দেখা গেছে, রাজধানীর ধানমন্ডি, গুলশান, বনানী, বারিধারা ও উত্তরার মতো অভিজাত এলাকার তুলনায় মতিঝিল কলোনিপাড়া, শাহজাহানপুর, খিলগাঁও ও বাসাবোর মতো এলাকার করদাতারাই বেশি সারচার্জ দেন।

এনবিআর বলছে, গত তিন বছর ধরে কর অঞ্চল ১৫-এর করদাতারা সারচার্জ দেওয়ার ক্ষেত্রে শীর্ষস্থান দখল করে আছে। এই কর এলাকায় এক হাজারের বেশি করদাতা সারচার্জ দিয়ে যাচ্ছেন।

এনবিআরের নিয়ম অনুযায়ী, তিন কোটি টাকার বেশি সম্পদ থাকলে আয়করের ওপর বিভিন্ন হারে সারচার্জ দিতে হয়।

তাদের সর্বশেষ তথ্য বলছে, সারাদেশে এখন ১৫ হাজারের মতো করদাতা আছেন, যাঁদের ৩ কোটি টাকার বেশি সম্পদ রয়েছে। সর্বশেষ ২০১৯-২০ অর্থবছরে মোট ১৪ হাজার ৭০০ করদাতা সারচার্জ দিয়েছেন।

জাতীয় রাজস্ব বোর্ড থেকে জানা গেছে, রাজধানীর পল্টন, বিজয়নগর, ফকিরাপুল, মতিঝিলের ব্যাংক কলোনি, গোপীবাগ, জয়কালী মন্দির, অভয় দাস লেন, কমলাপুর, শান্তিনগর, খিলগাঁও, শাহজাহানপুর, বাসাবো প্রভৃতি এলাকার করদাতারা কর অঞ্চল ১৫-এ রিটার্ন জমা দেন। এছাড়া কয়েকটি সরকারি ব্যাংকের কর্মকর্তারাও এখানে আছেন।

দ্বিতীয় স্থানে আছে কর অঞ্চল ১০-এর করদাতারা। এই কর অঞ্চলে আট শতাধিক করদাতা সারচার্জ দেন। অবশ্য এই  অঞ্চলে নিবন্ধিত রয়েছেন ২৫ হাজার চিকিৎসক। এছাড়া চট্টগ্রামের তিনটি কর অঞ্চলে প্রায় দুই হাজার করদাতা সারচার্জ দেন। আর বরিশাল বিভাগে সবচেয়ে কম করদাতা সারচার্জ দেন, যা সংখ্যায় মাত্র ৫৯।

দেশে প্রথমবারের মতো ২০১১-১২ অর্থবছরে সারচার্জ দেওয়ার নিয়ম করা হয়। তখন নিয়ম ছল, যাদের দুই কোটি টাকার বেশি সম্পদ আছে, তাদের সারচার্জ দিতে হবে।

এনবিআর বলছে, গত ছয় বছরে এমন সম্পদধারী সাড়ে তিন গুণ বেড়েছে। ২০১১-১২ অর্থবছরে মাত্র ৪ হাজার ৪৪৬ জন করদাতা রিটার্ন জমা দিয়ে মাত্র ৪৪ কোটি ৬২ লাখ টাকা সারচার্জ দেন।

রাজস্ব বোর্ড আরও বলছে, দেশে যত লোকের তিন কোটি টাকার বেশি সম্পদ আছে, তাঁদের মধ্যে অর্ধেকের বেশি রাজধানী ঢাকা ও আশপাশেই থাকেন। ঢাকা ও আশপাশের এ রকম প্রায় ৯ হাজার সম্পদশালী আছেন। দেশে ৬২ লাখ কর শনাক্তকরণ নম্বরধারী আছেন। যাদের মধ্যে সারচার্জ দেন মাত্র দশমিক ২৫ শতাংশ।

Advertisement
Share.

Leave A Reply