fbpx

বিদেশি পর্যটকদের জন্য সীমান্ত খুলে দিচ্ছে চীন

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

২০২০ সালে কোভিড-১৯ মহামারী শুরুর পর থেকে তিন বছরের মধ্যে প্রথমবারের মতো বিদেশি পর্যটকদের জন্য সীমান্ত খুলে দিচ্ছে চীন।

দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে,বুধবার থেকে সব ধরনের ভিসা ইস্যু করার মাধ্যমে প্রক্রিয়াটি শুরু করা হচ্ছে।

রয়টার্স জানিয়েছে, চীনা কর্তৃপক্ষ কোভিড-১৯ এর সাম্প্রতিক একটি ঢেউ নিয়ন্ত্রণে গত মাসে জয়ী হওয়ার ঘোষণা দেয়, তারই ধারাবাহিকতায় এবার বিদেশিদের প্রবেশের ক্ষেত্রে আরোপ করা বিধিনিষেধ তুলে নিল।

মঙ্গলবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মহামারীর আগে চীনের যে এলাকাগুলোতে ভিসা ছাড়াই প্রবেশ করা যেত, সেগুলোতে আগের নিয়ম ফের কার্যকর হবে। এর মধ্যে দক্ষিণাঞ্চলীয় পর্যটন দ্বীপ হাইনান ও সাংহাই বন্দর দিয়ে যাওয়া ক্রুজ জাহাজ অন্তর্ভুক্ত থাকবে।

পাশাপাশি হংকং ও ম্যাকাও থেকে দক্ষিণাঞ্চলীয় উৎপাদন কেন্দ্র গুয়াংডংয়ে বিদেশিদের প্রবেশের ক্ষেত্রে কোনো ভিসা কড়াকড়ি থাকছে না।

এছাড়া যারা ২০২০ এর ২৮ মার্চের আগে ভিসা পেয়েছিলেন এবং মেয়াদ এখনও আছে, তারাও চীনে প্রবেশ করতে পারবেন বলে মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।

Advertisement
Share.

Leave A Reply