fbpx

বিদেশি বিনিয়োগের তথ্য দ্রুত পাঠানোর নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বিদেশি বিনিয়োগের তথ্য দ্রুত পাঠাতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বিভাগ এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে।

নিয়মানুযায়ী বিদেশি বিনিয়োগের তথ্য বছরে চারবার অর্থাৎ প্রতি তিন মাস অন্তর নির্ধারিত প্রান্তিক শেষ হওয়ার এক মাসের মধ্যে পাঠাতে হতো। তথ্য পাঠানোর সময়সীমা কমিয়ে ১০ দিন করা হয়েছে। এখন থেকে বিদেশি বিনিয়োগ সংক্রান্ত তথ্য ত্রৈমাসিক শেষ হওয়ার ২০ দিনের মধ্যে কেন্দ্রীয় ব্যাংকে পাঠাতে হবে।

ওই প্রজ্ঞাপনে বলা হয়, সব ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট (এফডিআই) গ্রহণকারী গ্রাহক প্রতিষ্ঠান (১০০ ভাগ বিদেশি ও যৌথ মালিকানাধীন) কর্তৃক যথাযথভাবে প্রেরণকৃত এফডিআই রিপোর্টিং ফরম-১ ও সংশ্লিষ্ট সহায়ক দলিলাদি এবং সব আউটওয়ার্ড এফডিআই প্রেরণকারী প্রতিষ্ঠান কর্তৃক যথাযথভাবে প্রেরণকৃত এফডিআই রিপোর্টিং ফরম-২ সংশ্লিষ্ট সহায়ক দলিলাদি (রিপোর্টিং সংশ্লিষ্ট ত্রৈমাসিকের নিরীক্ষিত/অনিরীক্ষিত আর্থিক বিবরণী, অন্তর্মুখী ও বহির্মুখী রেমিট্যান্সের দলিলাদি ইত্যাদি) প্রতি ত্রৈমাসিকের পরবর্তী এক মাসের পরিবর্তে ২০ দিনের মধ্যে তাদের সংশ্লিষ্ট অনুমোদিত ডিলার ব্যাংকে (রিপোর্টিং ব্যাংক) দাখিল করতে হবে।

Advertisement
Share.

Leave A Reply