fbpx

বিনামূল্যে কর্মীদের স্কুটার দিচ্ছে গুগল

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

কর্মীদের অফিসে ফেরাতে অভিনব এক উদ্যোগ নিয়েছে মার্কিনী টেক জায়ান্ট গুগল। জানা গেছে, বে এরিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যান্য স্থানে কর্মীদের যাতায়াতের কথা ভেবে বিনামূল্যে বৈদ্যুতিক স্কুটার দেবে।

এরইমধ্যে গুগল কর্মীদের ই-স্কুটার সরবরাহ করতে ইলেকট্রিক টু-হুইলার নির্মাতা উনাগির সাথে চুক্তিও করেছে বলে জানা গেছে।

ইউএস মিডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, কোনো কর্মী যদি মাসে অন্তত ৯ দিন জন্য অফিসে আসে, তবেই সে স্কুটার পাবে। সেক্ষেত্রে প্রতিটি ইউনিটের জন্য ৫০ মার্কিন ডলার রেজিস্ট্রেশন ফি এবং প্রতিটি কর্মচারীর জন্য মাসিক ৪৪.১০ মার্কিন ডলার মাসিক ফি প্রদান করবে গুগল।

জানা গেছে, উনাগি মডেল ওয়ানের এই স্কুটার দুটি বৈদ্যুতিক মোটরচালিত। এটি ১.৩ পিএইচ শক্তি  উৎপন্ন করে এবং ৩২ এনএম টর্ক সরবরাহ করে। এটি ৩০ কেএমপিএইচ এর সর্বোচ্চ গতিতে চলতে পারে। আর একবার চার্জ দিলেই এটি ২৫ কিলোমিটার দূরত্ব পর্যন্ত চালানো যাবে।

উনাগির প্রতিষ্ঠাতা এবং সিইও ডেভিড হাইম্যান,বলেছেন, ‘গুগল জানে কর্মীরা সত্যিই বাড়ি থেকে কাজ করতে অভ্যস্ত  হয়ে ওঠেছে। তাই তাদের ফেরে আসার অভিজ্ঞতা আরও আনন্দময় করতে এই আয়োজন।‘

Advertisement
Share.

Leave A Reply