fbpx

বিমানে যান্ত্রিক ত্রুটি, দেশে ফিরতে পারলেন না ট্রুড

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

জি-২০ শীর্ষ সম্মেলন শেষ হয়েছে গতকাল রবিবার। কিন্তু নিজ দেশ কানাডায় ফিরতে পারেনন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও তার প্রতিনিধিদল। ফেরার ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় রোববার (১০ সেপ্টেম্বর) নয়াদিল্লি ত্যাগ করতে পারেননি তারা।

কানাডার প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, বিমানবন্দরের উদ্দেশ্যে রওয়ানা হওয়ার পর কানাডার সশস্ত্র বাহিনী আমাদের জানিয়েছে যে, প্রধানমন্ত্রীকে বহনকারী সিএফসি-০০১ বিমানে যান্ত্রিক ত্রুটির ধরা পড়েছে যা দ্রুত সমাধান করা যাবে না।

সমস্যার সমাধান অথবা বিকল্প ব্যবস্থা না হওয়া পর্যন্ত আমাদের প্রতিনিধি দল ভারতে অবস্থান করবে।

ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে জানা যায়, ট্রুডোকে বহনকারী বিমানের রোববার ভারতের স্থানীয় সময় রাত ৮টায় উড্ডয়ন করার কথা ছিলো। কিন্তু সে সময় দিল্লী ছাড়তে পারেননি তারা।

ট্রুডো এবং তার প্রতিনিধি দলকে বহনকারী উড়োজাহাজ এবারই প্রথম যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে বিষয়টি সেরকম নয়।

এর আগে ২০১৬ সালের অক্টোবরে ট্রুডোকে বহনকারী উড়োজাহাজ উড্ডয়নের ৩০ মিনিট পর যান্ত্রিক ত্রুটির কারণে অবতরণ করে। ২০১৯ সালের অক্টোবরেও ট্রুডোর ভিআইপি বিমান অন্টারিওর বিমানবন্দরের দেয়ালে আঘাত করে।

Advertisement
Share.

Leave A Reply