fbpx

বিশ্বে প্রথমবারের মতো ইশারা ভাষায় কোরআন

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বিশ্বের সর্ববৃহৎ মুসলিম জনসংখ্যার দেশ ইন্দোনেশিয়ায় প্রথমবারের মতো ইশারা ভাষায় পবিত্র কোরআনের প্রতিলিপি প্রকাশ করা হচ্ছে। দেশটির ধর্ম মন্ত্রণালয়ের তথ্য মতে, এবারই প্রথম সারা বিশ্বে পবিত্র কোরআনের ইশারা ভাষায় মুদ্রিত প্রতিলিপি হবে। এরই মধ্যে এর খসড়া চূড়ান্ত হয়েছে এবং মুদ্রণের প্রস্তুতি চলছে।

ইন্দোনেশিয়ার ধর্মবিষয়ক মন্ত্রী ইয়াকুত কলিল কুমাস ঘোষণা দেন, ইশারা ভাষার কোরআনের খসড়া তৈরির প্রক্রিয়া শেষ হয়েছে এবং শিগগিরই তা মুদ্রিত হবে।

তিনি আরও বলেন, বিশ্বে এবারই প্রথম ইশারা ভাষায় কোরআন মুদ্রিত হবে। দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের সাথে পবিত্র কোরআনের সম্পর্ককে আরও জোড়ালো করবে।

ধর্ম মন্ত্রণালয়ের গবেষণা ও উন্নয়ন শাখার প্রধান আবদুল আজিজ সিদকি বলেন, কোরআনের ৩০ পারা ইশারা ভাষায় অনুবাদ করা প্রথম কপি এটি। মন্ত্রণালয়ের ওয়েবসাইটের ডিজিটাল ভার্সন রয়েছে।

চলতি বছরের শেষে অর্থাৎ আগামী মাসের মধ্যে এর ছাপা কপি পাওয়া যাবে। প্রথম পর্যায়ে এক থেকে দুই হাজার কপি ছাপানো হবে। এর আগে ২০২১ সালে এর আনুষ্ঠানিক কাজ শুরু হয়।

Advertisement
Share.

Leave A Reply