fbpx

বেনাপোল-পেট্রাপোলে ২ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

দোল পূর্ণিমা ও পবিত্র শবে বরাতে সরকারি ছুটি থাকায় দুই দিন বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকবে। মঙ্গল ও বুধবার (৭ ও ৮ মার্চ) এই বন্দর দিয়ে আমদানি-রপ্তানি চলবে না।

মঙ্গলবার (৭ মার্চ) ভারতে সরকারি ছুটিতে পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বেনাপোল বন্দর ও কাস্টমস হাউজে সব কার্যক্রম চলবে। বেনাপোল বন্দরে পণ্য খালাস প্রক্রিয়াসহ পণ্য ওঠানামা স্বাভাবিক থাকবে।

এই দুইদিন বেনাপোল-পেট্রাপোল চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছেন।

বৃহস্পতিবার (৯ মার্চ) সকাল থেকে আবারও এ পথে আমদানি-রপ্তানি বাণিজ্য চলবে বলে দুই দেশের বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের নেতারা জানিয়েছেন।

বেনাপোল চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা কলিম উল্লাহ বলেন, ‘ভারতে হোলি উৎসবে আজ সরকারি ছুটি এবং বাংলাদেশে শবে বরাত উপলক্ষে বুধবার সরকারি ছুটি। এজন্য আজ এবং কাল এই দুইদিন বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। তবে মঙ্গলবার আমদানি রপ্তানি বন্ধ থাকলেও বেনাপোল কাস্টমস হাউজ ও বন্দরে কার্যক্রম চলবে।’

Advertisement
Share.

Leave A Reply