fbpx

বেসরকারিভাবে চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার: খাদ্যমন্ত্রী

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

সারাদেশে চালের বাজারে অস্থিরতা দেখা দেওয়ায় দাম নিয়ন্ত্রণে সরকার বেসরকারিভাবে চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

সোমবার (৬ জুন) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, ‘সিদ্ধান্ত হয়েছে, বেসরকারিভাবে চাল আমদানি করা হবে। শুল্কমুক্তভাবে যেন আনা যায়, তা নিয়ে আলোচনা হবে। এতে করে কৃষক, বাজার ও সংশ্লিষ্ট অন্যান্যরা যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটা নিশ্চিত করা হবে।’

সাধন চন্দ্র মজুমদার আরও বলেন, ‘চলমান অভিযানের মাধ্যমে লাইসেন্সের আওতায় আনা হচ্ছে মজুতদারদের। কাজেই চাইলেই যাচ্ছে তাই করতে পারবেন না কেউ।’

প্রধানমন্ত্রীর কাছে চাল আমদানির সারসংক্ষেপ পাঠানো হবে। এরপর যা করণীয়, সে বিষয়ে পদক্ষেপ নেয়া হবেও বলে জানান খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

Advertisement
Share.

Leave A Reply