fbpx

ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ব্রাজিলের ইতিহাসে সর্বকালের সবচেয়ে উষ্ণ তাপমাত্রা মাইনাস ৪৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস (১১২ দশমিক ৬ ডিগ্রি ফারেনহাইট) রেকর্ড করেছে দেশটির কর্তৃপক্ষ।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি মঙ্গলবার (২১ নভেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে, গত রোববার আরাকুয়াল শহরের তাপমাত্রা ৪৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। যা দেশটির ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড।

 

ব্রাজিলের আবহাওয়া দপ্তর জানিয়েছে, এর আগে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২০০৫ সালে। সে বছর তাপমাত্রা ৪৪ দশমিক ৭ ডিগ্রিতে ওঠেছিল।

 

জলবায়ু পরিবর্তন এবং এল নিনো প্যাটার্নের কারণে ব্রাজিলে এমন অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আবহাওয়াবিদরা অবশ্য জানিয়েছেন, এ সপ্তাহের মধ্যেই তাপমাত্রা কমে আসবে।

সংবাদমাধ্যম সিএনএন-ব্রাজিল জাতীয় আবহাওয়া দপ্তরের (ইনমেট) বরাতে জানিয়েছে, আগামী সপ্তাহে শুধুমাত্র তিনটি রাজ্যের রাজধানীতে তাপমাত্রা ৪০ ডিগ্রির কাছে থাকবে।

 

সম্প্রতি উত্তপ্ত আবহাওয়ার কারণে ব্রাজিলজুড়ে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। মানুষজন গরমে শীতল থাকার চেষ্টা করায় দেশটিতে বিদ্যুতের চাহিদা বেড়ে গেছে ব্যাপকভাবে।

 

গত শুক্রবার রাজধানী রিও ডি জেনিরোতে গরমে এক ভক্তের মৃত্যুর জেরে পরের দিনের কনসার্ট স্থগিত করেন মার্কিন পপ তারকা টেইলর সুইফট।

 

আয়োজকরা জানিয়েছেন, স্টেডিয়ামে আনা ক্লারা বেনেভিদেস মাচাদো নামে ২৩ বছর বয়সী এক তরুণী অসুস্থবোধ করলে অন্যদের কাছে সাহায্য চান। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু এক ঘণ্টা পরে তিনি মারা যান।

 

ব্রাজিলে এর আগে সর্বোচ্চ তাপমাত্রা ৪৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল ২০০৫ সালে।

Advertisement
Share.

Leave A Reply