fbpx

ভারতের মহারাষ্ট্রে পুলিশি অভিযানে নিহত ১৩ মাওবাদী

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ভারতের মহারাষ্ট্রে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে ১৩ জন মাওবাদী।

পুলিশের দাবি,  নাগপুরের বিদর্ভে মাওবাদীদের লুকিয়ে থাকার খবর পায় তারা। সেখানে মাওমাদী নেতা কাসানসুর দালামেরও আসার কথা ছিল। এরপরই শুক্রবার রাজ্যের গড়চিরৌলির পায়দী-কোটমি জঙ্গলে অভিযান চালায় পুলিশ।

পুলিশের দাবি, তাদের লক্ষ্য করে পাল্টা গুলি ছোঁড়ে মাওবাদীরাও। দুই পক্ষের সংঘর্ষে ১৩ জন মাওবাদী নিহত হয়। সেই সাথে মাও ডেরা থেকে উদ্ধার হয় তিনটি প্রেশার কুকার বোমা। তবে পুলিশের কোনো সদস্য হতাহত হয়নি বলে জানানো হয়েছে।

পুলিশ জানায়, বড়সড় নাশকতার ছক কষছিল মাও সংগঠন।  এই অভিযানে তা বানচাল করে দেয়া হয়েছে।

Advertisement
Share.

Leave A Reply