fbpx

মাঝ আকাশে বিয়ে ভারতীয় যুগলের

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

করোনায় বিপর্যস্ত ভারতে চলছে জনসমাবেশে নানা রকম বিধিনিষেধ। তামিলনাড়ুতে ৫০ জনের বেশি জমায়েতের ওপর রয়েছে নিষেধাজ্ঞা। তবে সাধের দাম তো আশি টাকা তোলা।  সবকিছু তোয়াক্কা করেই ১৬১ জন অতিথিকে নিয়ে বিয়ে সারলেন এক যুগল। আর এ জন্য তারা ভাড়া করেছিলেন একটি বিমান। মাঝ আকাশেই হয়েছে মালা বদল।

সম্প্রতি এই বিয়ের ভিডিও ভাইরাল হয়েছে। এতে দেখা গেছে বিমানের ভেতরে অতিথিদের ভিড়। ক্যামেরা হাতে তৈরি ফটোগ্রাফারও। এর মধ্যেই কনেকে মঙ্গলসূত্র পরিয়ে দিলেন বর।

ভরতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়ছে, ওই দম্পতি তামিলনাড়ুর মাদুরাইয়ের বাসিন্দা। করোনার মধ্যে বিয়ে সারতেই এমন অভিনব পন্থা বেছে নিয়েছেন তারা।

বর ও কনে গণমাধ্যমকে জানান, ৫০ জনের বেশি জনসমাবেশে বিধিনিষেধ শহরের স্থল ভাড়ে প্রযোজ্য। তবে  আকাশ পথে এই নির্দেশনা নেই। তাই তারা বিমানে বিয়ে করার পরিকল্পনা করেন।

Advertisement
Share.

Leave A Reply