fbpx

মালদ্বীপের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এককভাবে কোনো দেশ চাইলেই এখন উন্নয়ন করতে পারে না। এজন্য সবার সহযোগিতার দরকার হয়। এ সময় মালদ্বীপ সরকার ও বেসরকারি উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

মালদ্বীপের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

আজ বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) বিকেলে মালদ্বীপের সংসদ পিপলস মজলিসে তাঁর দেওয়া বক্তব্যে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী।

মালদ্বীপের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

এদিকে, মালদ্বীপের সাথে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি বা পিটিএ স্বাক্ষর করার আগ্রহ দেখিয়েছেন শেখ হাসিনা।

এর আগে, আজ সকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহ’র মধ্যে দ্বি-পক্ষীয় আলোচনা শেষে উভয় নেতার উপস্থিতিতে মালে প্রেসিডেন্টের কার্যালয়ে দুই দেশের মধ্যে তিনটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

চুক্তি অনুযায়ী, মালদ্বীপ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নেবে বাংলাদেশ থেকে। এছাড়া, মালদ্বীপের নাগরিকদের ভিসা ছাড়া বাংলাদেশে ভ্রমণের বিষয়সহ, সরাসরি আরও ফ্লাইট চালুর বিষয়েও আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।

মালদ্বীপের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

তিনি জানান, করোনার প্রকোপ কমে এলে, মালদ্বীপের নাগরিকদের ভিসা ছাড়া বাংলাদেশে প্রবেশাধিকার দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এবারের সফরে দক্ষিণ এশিয়ার দুই দেশের মধ্যে বন্ধুত্বের প্রতীক হিসেবে মালদ্বীপকে ১৩টি সামরিক যান উপহার দিয়েছে বাংলাদেশ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার মালদ্বীপে ছয় দিনের দ্বিপাক্ষিক সফরের দ্বিতীয় দিনে আজ মালদ্বীপের প্রেসিডেন্টের কার্যালয়ে তিনি পৌঁছালে দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহ তাঁকে লাল গালিচা সংবর্ধনাসহ আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানান। এসময় বাংলাদেশের প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও গান স্যালুট দেওয়া হয়। এরপর প্রধানমন্ত্রী উভয় দেশের ‘লাইন অব প্রেজেনটেশন’ পরিদর্শন করেন।

Advertisement
Share.

Leave A Reply