fbpx

মিয়ানমারে ছাত্র-শিক্ষকের বিক্ষোভ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

মিয়ানমারে সেনা অভ্যুত্থানের প্রতিবাদে এবার বিক্ষোভে নেমেছেন ছাত্র-শিক্ষকরা। শুক্রবার, ইয়াঙ্গন ইউনিভার্সিটি অব এডুকেশন ক্যাম্পাস ভবনের সামনে জড়ো হন হাজারো বিক্ষোভকারী। এসময় তারা লাল ফিতা পরে, হাতে প্লেকার্ড নিয়ে প্রতিবাদ জানায়। প্রতীকীভাবে তারা প্রদর্শন করেন তিন আঙুলের স্যালুট।

বিক্ষোভকারীরা সেনাবাহিনীর হাতে আটক ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি -এনএলডির প্রধান অং সান সু চি, ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট উইন মিন্টসহ রাজনৈতিক নেতাকর্মীদের মুক্তির দাবিতে স্লোগান দেন।

নেয়েই থাজিন হালায়িং নামের প্রভাষক বলেন ‘ নির্বাচিত সরকারের থেকে ক্ষমতা দখল করে নেয়া সেনা অভ্যুত্থান আমরা চাই না। তাদের সাথে কাজও করতে চাই না।‘

বিক্ষোভ হয়েছে মিয়ানমারের আরও অনেক জায়গায়। ইয়াঙ্গনসহ কয়েকটি নগরীর বাসিন্দারা রাতে বাড়ি থেকেও বিক্ষোভ করেছেন।

গত বছর নভেম্বরের নির্বাচনে কারচুপির অভিযোগ এনে সোমবার ক্ষমতা দখলে নেয় সেনারা। অভ্যুত্থানে নেতৃত্ব দেন সেনাপ্রধান ও সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং। এরই মধ্যে সু চির সরকারের ২৪ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীকে বরখাস্ত করে সেনাসদস্যদের দিয়ে নতুন করে কেবিনেট গঠন করে সেনা কর্তৃপক্ষ।

 

 

Advertisement
Share.

Leave A Reply