fbpx

মিয়ানমারে জান্তাবিরোধী বিক্ষোভে অংশ নেয়ায় লাখো শিক্ষক বহিষ্কার

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

মিয়ানমারে জান্তাবিরোধী বিক্ষোভে অংশ নেয়ায় বহিষ্কার করা হয়েছে ১ লাখ ২৫ হাজারেরও বেশি স্কুল শিক্ষককে। সংবাদ সংস্থা রয়টার্সকে এই তথ্য দিয়েছে মিয়ানমার টিচারস ফাউন্ডেশন।

নতুন শিক্ষাবর্ষ শুরুর আগে এই শিক্ষকদের বরখাস্ত করা হয়েছে।

চলতি বছর ১ ফেব্রুয়ারি দেশটিতে সেনা অভ্যুত্থানের প্র্রতিবাদে সাধারণ মানুষের সাথে বিক্ষোভে অংশ নেন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরাও। এ সময় শিক্ষকরা স্কুলের ক্লাস বর্জন করে রাস্তায় নেমে যান।

সাম্প্রতিক এক ডাটার হিসেব অনুযায়ী, দেশটিতে মোট স্কুল শিক্ষকের সংখ্যা ৪ লাখ ৩০ হাজার। তাদের মধ্যে ১ লাখ ২৫ হাজার শিক্ষককেই বহিষ্কার করা হয়েছে বলে জানায় মিয়ানমার টিচারস ফাউন্ডেশন।

সংগঠনটি জানায়, বিক্ষোভ দমনে জনগণকে চাপের মুখে ফেলতেই এই পদক্ষেপ নিয়েছে জান্তা সরকার।

Advertisement
Share.

Leave A Reply