fbpx

মিয়ানমারে জান্তা বিরোধী পদক্ষেপ নিতে জাতিসংঘের আহ্বান

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

মিয়ানমারে বিক্ষোভে আরও এক আন্দোলনকারী নিহত হওয়া পর সামরিক বাহিনীর বিরুদ্ধে ঐক্যবদ্ধ ব্যবস্থা নিতে নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটিতে নিযুক্ত জাতিসংঘের দূত ক্রিস্টিন শার্নার আর্গেনার।

দেশটিতে গণতন্ত্র ফিরিয়ে আনতে দ্রুত পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানান তিনি। সংবাদ মাধ্যম আল-জাজিরা এই তথ্য দিয়েছে।

এর আগে, রাশিয়া ও চীনের বিরোধিতায় মিয়ানমারে সেনা অভ্যুত্থানে নিন্দা জানাতে ব্যর্থ হয়েছিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। শার্নার নিরাপত্তা পরিষদকে মিয়ানমারের জনগণের ‘মরিয়া আর্জি’ শোনার তাগিদ দেন।

১ ফেব্রুয়ারি, সেনা অভ্যুত্থানের পর এক মাসেরও বেশি সময় ধরে আন্দোলন চালিয়ে আসছেন হাজারো মানুষ। এ পর্যন্ত বিক্ষোভে সেনা নিপীড়ণে নিহত হয়েছে ৫০ জনেরও বেশি। তবে দমন-নিপীড়ণ উপেক্ষা করেই এখনও রাস্তায় অবস্থান চালিয়ে যাচ্ছেন তারা।

সংবাদ মাধ্যম রয়টার্স জানিয়েছে, শনিবারও বাণিজ্যিক নগরী ইয়াঙ্গুনে বিক্ষোভকারীদের লক্ষ্য করে টিয়ার গ্যাস ছোড়ে পুলিশ। দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়ে বিক্ষোভে অংশ করছেন হাজারো মানুষ। এতে অংশ নিয়েছেন প্রকৌশলীরাও। এ সময় তারা সেনা বাহিনীর হাতে আটক হওয়া নেতাদের মুক্তির দাবি জানান। বিক্ষোভ চলছে , দক্ষিণপূর্বাঞ্চলের কারেন রাজ্যেও।

Advertisement
Share.

Leave A Reply