fbpx

মিয়ানমারে পুলিশের গুলিতে নিহত ১৮

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

মিয়ানমারে সেনা অভ্যুত্থানের প্রতিবাদে চলা বিক্ষোভে পুলিশের গুলিতে নিহত হয়েছে অন্তত ১৮ জন। আহত হয়েছে কমপক্ষে ৩০ জন। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক অফিস থেকে এই তথ্য দেওয়া হয়েছে।

রবিবার  ইয়াঙ্গুন, দাউই ও মান্দালয়ে বিক্ষোভকারীদের লক্ষ্য করে টিয়ার গ্যাস ও গুলি ছোড়ে পুলিশ।

স্থানীয় গণমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে দেখা যায়, ইয়াঙ্গুনের রাস্তায় বেশ কয়েক জন আহত অবস্থায় পড়ে আছেন।

১ ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের পর, গেল শনিবার থেকে বিক্ষোভে নিপীড়ণ শুরু করে দেশটির সেনা বাহিনী। গেল তিন সপ্তাহ ধরে চলা বিক্ষোভে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ২০ জন। আহত হয়েছেন শতাধিক মানুষ।

বিভিন্ন মানবাধিকার সংস্থা বলছে, বিক্ষোভ দমনে দেশজুড়ে ধরপাকড় অভিযানে আটক হয়েছে সাড়ে সাতশরও বেশি আন্দোলনকারী।

Advertisement
Share.

Leave A Reply