fbpx

মিয়ানমারে বিক্ষোভে আবারও গুলি, নিহত ৯

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

মিয়ানমারে জান্তা বিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছে অন্তত ৯ জন। আহত হয়েছে আরও অনেকে। সেনাবাহিনীর বাধা উপেক্ষা করে বুধবারও বিভিন্ন শহরে বিক্ষোভ করেন হাজারো মানুষ।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়ে নিহত হয়েছে অন্তত দুই জন। মধ্য সাগাইনিং অঞ্চলের মোনিয়া শহরে আরও পাঁচ জন নিহত হয়েছে। আর মাইংয়ান  ও ইয়াঙ্গুন শহরে মারা গেছে আরও দুই জন বিক্ষোভকারী।

সংবাদ সংস্থা এএফপিকে এক চিকিৎসক জানিয়েছেন, মান্দালয়ে এক তরুণের বুকে ও এক তরুণীর মাথায় গুলি লেগেছে।

ফ্রন্টিয়ার ম্যাগাজিনের প্রতিবেদনেও হতাহতের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। জানানো হয়েছে,  বুধমার মান্দালয়ে সেনা অভ্যুত্থানের প্রতিবাদে বিক্ষোভে জড়ো হন হাজারো মানুষ। এ সময় তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ও রাবার বুলেট ছোড়ে পুলিশে। তবে পরবর্তীতে আন্দোলনকারীরা আবার জড়ো হলে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে পুলিশ।

তবে হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে সামরিক বাহিনীর পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।

১ ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের পর, এক মাস ধরেই টানা বিক্ষোভ করে আসছে হাজারো মানুষ। এ পর্যন্ত এ বিক্ষোভে প্রাণ হারিয়েছেন প্রায় ৩০ জন। আহত হয়েছেন শতাধিক জন। মানবাধিকার সংস্থাগুলো বলছে, বিক্ষোভ নিয়ন্ত্রণে এরই মধ্যে দেশটিতে আটক হয়েছে হাজারো আন্দোলনকারী।

Advertisement
Share.

Leave A Reply