fbpx

মিয়ানমারে রাতভর সেনা অভিযান, নিহত ৬০

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

মিয়ামমারে জান্তাবিরোধী বিক্ষোভ দমনে সেনা অভিযানে নিহত হয়েছে অন্তত ৬০ জন। বাগো জেলায় শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত অভিযান চালায় সেনা বাহিনী। সংবাদ মাধ্যম আল-জাজিরা এই তথ্য দিয়েছে।

স্থানীয় গণমাধ্যম বলছে, মৃতদেহগুলো একটি প্যাগোডার পাশে স্তুপ করে তা ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী। তাই নিহতদের স্বজনরা মরদেহগুলো উদ্ধার করতে পারেননি।

প্রত্যক্ষদর্শীদের দাবি, রাস্তা ফাঁকা করতে সাধারণ পথচারীদের দিকেও গুলি ছোড়ে সেনারা।

চলমান অবস্থার মধ্যেই, শুক্রবার রাজধানী নেপিদোতে এক সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল জাও মিন তুন দাবি করেন, দেশে ধীরে ধীরে স্বাভাবিক অবস্থা ফিরে আসছে। শিগগিরই বিভিন্ন সরকারি মন্ত্রণালয় এবং ব্যাংক খুলে দেওয়া হবে।

স্থানীয় মনিটরিং গ্রুপের হিসেব অনুযায়ী,  মিয়ানমারে গত ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের পর থেকে এ পর্যন্ত অন্তত সাড়ে ছয়শ জন বিক্ষোভকারী নিহত হয়েছেন।

Advertisement
Share.

Leave A Reply