fbpx

মেক্সিকোয় অভিবাসন কেন্দ্রে আগুন, ৩৭ জনের মৃত্যু

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

যুক্তরাষ্ট্র সীমান্তবর্তী মেক্সিকোর একটি অভিবাসন কেন্দ্রে অগ্নিকাণ্ডে ৩৭ জন অভিবাসীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ মার্চ) দেশটির সিউদাদ জুয়ারেজের ওই কেন্দ্রে আগুন লাগে বলে এক বিবৃতিতে জানিয়েছে চিহুয়াহুয়া রাজ্য কর্তৃপক্ষ।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, ন্যাশনাল মাইগ্রেশন ইনস্টিটিউটের (আইএনএম) অফিসে আগুন লাগে। ওই শহরের রাস্তা থেকে ৭১ জন অভিবাসীকে তুলে নিয়ে যাওয়ার পর আইএনএমের অফিসে আগুন লাগার এই ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে নিহতদের পরিচয় প্রকাশ করেনি স্থানীয় প্রশাসন। কীভাবে অভিবাসন কেন্দ্রে আগুন লাগলো, তাৎক্ষণিকভাবে তার কারণও জানা যায়নি। পুরো ঘটনা খতিয়ে দেখতে মেক্সিকোর অভিবাসন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

সূত্র: সিএনএন

Advertisement
Share.

Leave A Reply