fbpx

মেক্সিকো সিটিতে মেট্রোরেলের ওভারপাস ধসে নিহত ২৩

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটির দক্ষিণপূর্বে মেট্রোরেলের একটি ওভারপাস সড়কে আংশিক ধসে পড়ে শিশুসহ কমপক্ষে ২৩ জন মারা গেছেন। এ ঘটনায় অন্তত ৬৫ জন আহত হয়েছেন।

মেক্সিকো সিটির অলিভস স্টেশনে সোমবার স্থানীয় সময় রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

দেশটির স্থানীয় টেলিভিশন চ্যানেল মিলেনিও টিভির প্রতিবেদনে দেখা যায়, ফ্লাইওভারের এক অংশ রাস্তায় থাকা গাড়ির ওপর ভেঙ্গে পড়েছে। আর ফ্লাইওভারের ওপর থাকা মেট্রোরেল রাস্তার ওপর পড়ে আছে। আর ট্রেনের বগি ঝুলে রয়েছে এবং চারদিকে সাইরেনের শব্দ শোনা যাচ্ছে।

অন্য আরেক ভিডিওতে দেখা যায়, চিকিৎসাকর্মী ও ফায়ার সার্ভিসের কর্মীরা ধ্বংসস্তূপে হতাহতদের খুঁজে বেড়াচ্ছেন।

প্রথমদিকে মেক্সিকো সিটির কম্প্রিহেনসিভ রিস্ক ম্যানেজমেন্ট অ্যান্ড সিভিল প্রটেকশন এজেন্সির পক্ষ থেকে ১৩ জনের মৃত্যুর খব্র জানানো হয়েছিল। পরে মৃতের সংখ্যা আরও বাড়তে থাকে।

মেক্সিকো সিটির মেয়র ক্লদিয়া শেইনবাম এ দুর্ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি টুইটে বলেন, ‘হতাহতদের উদ্ধারে ফায়ার সার্ভিসের কর্মী, নাগরিক সুরক্ষায় নিয়োজিত ব্যক্তিরা কাজ করছেন। শহরের বিভিন্ন হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে। আমরা এ বিষয়ে দ্রুত আরও তথ্য দেব’।

Advertisement
Share.

Leave A Reply