fbpx

মেসির রেকর্ডে আর্জেন্টিনার টানা চতুর্থ জয়

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

গত মাসে নেইমারকে এই তুকতাক করেই আটকিয়েছিল পেরুর ওঝারা, এমনটাই দাবী ছিলো তাদের। নেইমারকে পারলেও আটকাতে পারেননি লিওনেল মেসিকে। উল্টো তাদের তুকতাকে লাভই হয়েছে আর্জেন্টাইন অধিনায়কের। জোড়া গোল করে আর্জেন্টিনাকে ২–০ ব্যবধানে জিতিয়েছেন পেরুর বিপক্ষে।

প্রতিপক্ষের মাঠে শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নিয়ে দাপট দেখাচ্ছিল আর্জেন্টিনা। তার ফলাফল নিয়েই মাঠ ছেড়েছে মেসির দল। যদিও ম্যাচের ৩২ মিনিট পর্যন্ত কোনো গোল পায়নি আর্জেন্টিনা।

৪২ মিনিটের সময় এনজো ফার্নান্দেজ বক্সে বল বাড়ালে শট নিতে গিয়ে ডামি করেন আলভারেজ। সেই ডামিতে শট নেওয়ার দুর্দান্ত সুযোগ পান মেসি। বলকে জালে জড়াতে বিন্দুমাত্র ভুল করেননি আর্জেন্টিনার অধিনায়ক। হ্যাটট্রিকও পেতে পারতেন মেসি। যদি ৫৯ মিনিটে তাঁর করা গোলটি অফসাইডে বাতিল না হতো।

২–০ গোলের জয়ে বাছাইপর্বের ৪ ম্যাচের প্রতিটিতেই জয় পেয়েছে আর্জেন্টিনা।

হ্যাটট্রিক করতে না পারলেও জোড়া গোলে একটি রেকর্ডও গড়েছেন মেসি। বন্ধু লুইস সুয়ারেজকে ছাড়িয়ে দক্ষিণ আমেরিকা মহাদেশের বিশ্বকাপ বাছাইপর্বে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছেন। ৩১ গোলে এখন মেসি শীর্ষে। আর উরুগুয়ের স্ট্রাইকারের গোল ২৯ টি।

Advertisement
Share.

Leave A Reply