fbpx

‘মেসি যেন আমার সামনে না পড়ে’- শাসালেন মেক্সিকান বক্সার

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

গ্রুপ পর্বে মেক্সিকোকে হারিয়ে নক আউট পর্বে যাওয়ার আশা টিকিয়ে রাখলো মেসির আর্জেন্টিনা। জয়ের পর নিজেদের ড্রেসিংরুমে বাঁধ ভাঙা উল্লাসে ফেটে পড়ে আর্জেটনার খেলোড়াররা। এই আনন্দের কাছে বিশ্বকাপ জয়ের আনন্দও ফিকে হয়ে যায়।

তবে মেসিদের এই উদযাপনের সময় মেক্সিকোর জাতীয় দলের জার্সি অসম্মানিত হয়েছে বলে মনে করেন মেক্সিকান বক্সার ক্যানসেলো আলভারেজ। বিশ্ব চ্যাম্পিয়নশিপ জেতা এই বক্সার মেসিকে হুমকির সুরে সতর্কও করে দিয়েছেন।

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’ মেসিদের ড্রেসিংরুমে উদযাপনের ভিডিও প্রকাশ করেছে। মেক্সিকোকে ২-০ গোলে হারানোর পর ড্রেসিংরুমে গান গাচ্ছিলেন আর্জেন্টিনা দল। আর ম্যাচের হিরো লিওনেল মেসি তখন নিজ জায়গায় বসে বুট খুলছিলেন।

বুট খোলার একপর্যায়ে সামনে পড়ে থাকা মেক্সিকোর জার্সি পায়ের টোকায় পাশে সরিয়ে রাখেন এই সুপারস্টার। আপাত দৃষ্টিতে ভিডিওটি দেখে প্রতিপক্ষ দলের জাতীয় পতাকাকে অসম্মান করার মতো কিছু মনে হয়নি। স্রেফ কাজের সময় সুবিধার্থে পাশেই পড়ে থাকা অন্য কিছু যেভাবে সরিয়ে রাখা হয়, মেসিও সেভাবেই পা দিয়ে জার্সিটি সরিয়ে রাখেন।

কিন্ত বাঁধ সাধেন ক্যানসেলো আলভারেজ। বেশ কয়েকটি টুইট বার্তায় তিনি লেখেন, ‘আমাদের জার্সি ও জাতীয় পতাকা দিয়ে মেসির মেঝে পরিষ্কার করা সবাই দেখেছেন?’

আরেকটি টুইটে আলভারেজ লিখেছেন, ‘আমার সামনে যেন তাকে পড়তে না হয়, সেজন্য তার সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা উচিত।’

আরেকটি টুইটে তিনি লিখেছেন, ‘ভক্তদের বিষয়টি আলাদা। আমরা তো অন্যের কাছে উদাহরণ। এত বেশি বেশি কোরো না…।’ নিজের ক্ষোভ সরাসরি এভাবেই প্রকাশ করেছেন আলভারেজ, ‘সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি, সে যেন আমার সামনে না পড়ে।’

আলভারেজ আরেকটি টুইটে লিখেছেন, ‘আর্জেন্টিনাকে আমি যেমন শ্রদ্ধা করি, সেটা মেক্সিকোকেও করতে হবে তোমাকে। আমি দেশের (আর্জেন্টিনা) কথা বলছি না, আমি মেসির কথা বলছি…।’

আলভারেজ দেশের পতাকা অসম্মানের অভিযোগ তুললেও ভিডিওতে মেসির আশপাশে কোথাও মেক্সিকোর জাতীয় পতাকা ছিল না। মেক্সিকোর জাতীয় পতাকা তখন মেঝেতে পড়ে ছিল। এছাড়া গোটা রুমজুড়ে খেলোয়াড়দের দু-একটি জার্সিসহ তখন আরও অনেক কিছুই ড্রেসিংরুমের মেঝেতে পড়ে ছিল।

তবে প্রশ্ন ওঠে, মেক্সিকোর জার্সি কিভাবে আর্জেটিনার ড্রেসিং রুমে এলো? ম্যাচে মেসির সঙ্গে মেক্সিকোর কোনো খেলোয়াড় জার্সি অদলবদল করেছেন, তা জানা যায়নি। পুরো ঘটনাটিকে রহস্যময় বললেও কমতি হবে না।

Advertisement
Share.

Leave A Reply