fbpx

মেসেজ পিন করার সুবিধা যুক্ত হলো টুইটারে

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বেশ কয়েক বছর ধরে নিজেদের মেসেজিং প্ল্যাটফর্মকে আরও বেশি সমৃদ্ধ করছে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া টুইটার। সম্প্রতি তারা নতুন এক ফিচার যুক্ত করার ঘোষণা দিয়েছে। যেখানে টুইটার বলছে, তারা তাদের ডিএম ইনবক্সে সর্বোচ্চ ছয়জনকে পিন করতে পারবেন।

এতে সহজেই মেসেজিং ট্যাবে প্রিয় মানুষজনের চ্যাটবক্সে প্রবেশ করা যাবে। স্মার্টফোন ছাড়াও এই সুবিধা ডেস্কটপ অথবা ব্রাউজার ভার্সনে পাওয়া যাবে।

টুইটার সাপোর্ট এক পোস্টে জানিয়েছে, ব্যবহারকারীদের জন্য অ্যাপ ব্যবহার আরও সহজ করতে এ ফিচার যুক্ত হয়েছে।

চ্যাটবক্স পিন করা ছাড়াও ইউটিউব ও রেডিটের মতো ডাউনভোট ফিচারও যুক্ত করেছে টুইটার। যেখানে ব্যবহারকারীর অপছন্দ অথবা ক্ষতিকর টুইটে ডাউনভোট করে তা প্রকাশ করতে পারবে।

বর্তমান সময়ে টুইটার প্ল্যাটফর্মটি বেশ শক্তিশালী অবস্থানে আছে। শিগগিরই নতুন ফিচার যুক্ত করার নিজেদের শক্তিশালী অবস্থান ধরে রাখতে ক্রমাগত নানা ফিচার যুক করছে এই মাইক্রোব্লগিং সাইটটি।

Advertisement
Share.

Leave A Reply