fbpx

যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে নিহত ৩

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যের লাস ভেগাস শহরে নেভাদা ইউনিভার্সিটিতে বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বুধবার নেভাদা ইউনিভার্সিটির মূল ক্যাম্পাসে এ ঘটনা ঘটেছে। পুলিশ বলেছে, হামলার ঘটনায় হামলাকারী সন্দেহভাজন বন্দুকধারীও নিহত হয়েছেন।

প্রতিবেদনে আরও বলা হয়, নেভাদা ইউনিভার্সিটির মূল ক্যাম্পাসে বুধবার স্থানীয় সময় দুপুরে এক বন্দুকধারী হামলা চালায়। এতে তিনজন নিহত হয়েছেন। আহত একজনের অবস্থা আশঙ্কাজনক। হামলাকারী নিজেও নিহত হয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে লাস ভেগাসের মেট্রোপলিটন পুলিশ বিভাগ বলেছে, ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় একজনকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।

লাস ভেগাস মেট্রোপলিটন পুলিশ বিভাগের শেরিফ কেভিন ম্যাকমাহিল বলেছেন, ক্যাম্পাস এলাকাটিতে বর্তমানে কোনো হুমকি নেই। তবে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসসহ অন্যান্য শাখাগুলো একদিনের জন্য বন্ধ রাখা হয়েছে। ‘অতিরিক্ত কোনো হুমকি নেই’ তা নিশ্চিত করার জন্য কর্মকর্তারা এলাকাজুড়ে অভিযান চালাচ্ছেন।

Advertisement
Share.

Leave A Reply