fbpx

যুক্তরাষ্ট্রে করোনা ভ্যাকসিন নিচ্ছেন প্রবাসীরাও

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত দেশ যুক্তরাষ্ট্র। সবাই খুঁজছিলেন একটি ভ্যাকসিন। সে ভ্যাকসিন অনুমোদিত হওয়ায় টিকা নিতে শুরু করেছেন অন্য সবার মতো প্রবাসী বাংলাদেশিরা। ১৪ ডিসেম্বর ফাইজার, বায়োএনটেকের করোনার টিকা প্রয়োগ শুরু হবার পর দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে শতাধিক প্রবাসী ফাইজারের টিকা গ্রহণ করেন। টিকা গ্রহণকারীরা এখন পর্যন্ত সকলেই সুস্থ আছেন বলে জানিয়েছেন।

স্থানীয় সূত্র জানায়, নিউইয়র্কে বসবাসকারী প্রবাসী বাংলাদেশি চিকিৎসক ডা. মাসুদুল হাসান টিকা গ্রহণ করেছেন। বৃহস্পতিবার সকালে তিনি নিউইয়র্কের মাউন্ট সিনাই হাসপাতালে ফাইজারের টিকা গ্রহণ করেন।

করোনা মোকাবিলায় সম্মুখযোদ্ধা হিসেবে অগ্রাধিকার ভিত্তিতে তিনি এই ভ্যাকসিন পেয়েছেন বলে জানা গেছে। একই দিন জর্জিয়া অঙ্গরাজ্যেও আটলান্টায় বসবাসকারী বাংলাদেশি ফজলে খান ফাইজারের টিকা গ্রহণ করেছেন।

এই টিকার সফলতার ওপর নির্ভর করছে কোভিড পর্বের সমাপ্তি। প্রবাসী বাঙালিদের প্রার্থনা এখন তাই।

Advertisement
Share.

Leave A Reply