fbpx

যুক্তরাষ্ট্রে গানের অনুষ্ঠানে হতাহতের ঘটনায় তদন্ত শুরু

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

যুক্তরাষ্ট্রের টেক্সাসে অ্যাস্ট্রওয়ার্ল্ড উৎসবে হতাহতের ঘটনায় তদন্ত শুরু হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যদ বিবিসি এই তথ্য দিয়েছে।

শুক্রবার হিউস্টনে এই সংগীত অনুষ্ঠানে প্রথম দিন হুড়োহুড়ি লেগে নিহত হয়েছে অন্তত আট জন। আহত হয়েছে আরও অনেকে। হতাহতদের বয়স ১৪ থেকে ২৭ বছরের মধ্যে। এই অনুষ্ঠানে অন্তত ৫০ হাজার লোক অংশ নিয়েছিল।

ওই দিন ভিড়ের মধ্যে এক পুলিশ কর্মকর্তার ঘারে ইনজেকশন দিয়ে তাকে অচেতন করে ফেলা হয় বলেও অভিযোগ ওঠে। এই বিষয়েও তদন্ত শুরু হয়েছে। ঘটনার দিন সিসি ক্যামেরার ফুটেজ দেখে অপরাধীদের শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে।
এবারের উৎসবে উপস্থিত ছিলেন জনপ্রিয় র‍্যাপার ট্রাভিস স্কট। তাকে দেখতে ভক্তরা মঞ্চের দিকে এগিয়ে যেতে শুরু করে। তখন ধাক্কাধাক্কি শুরু হয়ে যায়। এক পর্যায়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় হুড়োহুড়ি এবং পদদলিত হয়ে হতাহতের ঘটনা ঘটে।

২০১৮ সালে প্রথম অ্যাস্টোওয়ার্ল্ড সংগীত উৎসবে আয়োজন করা হয়। তবে গেলবার করোনা ভাইরাসের কারণে অনুষ্ঠান হয়নি। আর এ বছরও হতাহতের ঘটনায় উৎসব স্থগিত করে রাখা হয়েছে।

 

Advertisement
Share.

Leave A Reply