fbpx

যুক্তরাষ্ট্রে ফের পুলিশি হেফাজতে কৃষ্ণাঙ্গ তরুণ নিহত

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

যুক্তরাষ্ট্রের মিনেসোটা রাজ্যের  মিনিয়াপোলিসে পুলিশের গুলিতে নিহত হয়েছে ২০ বছর বয়সী এক কৃষ্ণাঙ্গ তরুণ। নিহতের নাম দান্তে রাইট। এ ঘটনার প্রতিবাদে পুলিশের বিরুদ্ধে শহরটিতে বিক্ষোভ শুরু হয়েছে। সংবাদমাধ্যম আল-জাজিরা এই তথ্য দিয়েছে।

ট্রাফিক নিয়ম ভঙ্গ করার অভিযোগে ওই যুবকের গাড়ি থামিয়েছিল পুলিশ। এরপর পুলিশের হাতেই নিহত হন ওই তরুণ।

ঘটনার পর, স্থানীয় সময় রোববার রাতে ব্রুকলিন সেন্টার পুলিশ বিভাগ ভবনের বাইরে জড়ো হয় কয়েকশ বিক্ষোভকারী। এ সময় তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ রাবার বুলেট ও রাসায়নিক গ্যাস ছোড়ে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্রুকলিন সিটি সেন্টারের মেয়র সকাল ছয়টা পর্যন্ত কারফিউ জারি করেন। একই সাথে বাসিন্দাদের  নিরাপদে ঘরে থাকার আহ্বান জানান তিনি।

এর আগে, গেল বছর মে’তে এই শহরেই পুলিশি হেফাজতে নিহত হয়েছিল হন আফ্রোআমেরিকান জর্জ ফ্লয়েড। সেখান থেকে ১৬ কিলোমিটার দূরেই নিহত হন দান্তে রাইট।

গেল বছর জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদে, বর্ণবাদবিরোধী আন্দোলন ছড়িয়ে পড়ে গোটা যুক্তরাষ্ট্রে।

Advertisement
Share.

Leave A Reply