fbpx

যুক্তরাষ্ট্রে বেআইনিভাবে ঢুকতে গিয়ে ধরা পড়ে ৯৭ হাজার ভারতীয়

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে প্রকাশিত হয়েছে, বেআইনিভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে গিয়ে চলতি বছর ধরা পড়েছেন প্রায় ৯৭ হাজার ভারতীয়। যা আগের বছরের তুলনায় প্রায় ৩৩ হাজার বেশি।

যুক্তরাষ্ট্রে বেআইনিভাবে অনেক দেশের নাগরিক বসবাস করেন। তাদের মধ্যে সর্বোচ্চ সংখ্যক মেক্সিকোর। আর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারত।

প্রতিবেদন অনুযায়ী, বেআইনিভাবে প্রবেশ করতে গিয়ে বিপুলসংখ্যক ভারতীয় যুক্তরাষ্ট্রের সীমান্তে ধরা পড়ে। শুধু ২০২৩ সালেই ধরা পড়েন ৯৬ হাজার ৯১৭ ভারতীয়। গত বছর এ সংখ্যা ছিল ৬৩ হাজার ৯২৭। এর আগের দুই বছর অর্থাৎ ২০২১ ও ২০২০ সালে আটক হন যথাক্রমে ৩০ হাজার ৬৬২ ও ১৯ হাজার ৮৮৩ ভরাতীয়। তবে ২০২০ সালে কভিড-১৯ এর প্রাদুর্ভাবে প্রায় পুরো বিশ্বই স্থবির ছিল।

এ চিত্র উঠে আসে পিউ রিসার্চ সেন্টারের গবেষণায়। সেখানে বলা হয়, ৪১ লাখ মেক্সিকান বেআইনিভাবে আমেরিকায় বসবাস করেন। এরপর আছে এল সালভাদরের আট লাখ মানুষ। তালিকায় তৃতীয় স্থানে আছে ভারতীয়রা, সাত লাখ ২৫ হাজার।

এই রিপোর্টে ২০২১ সাল পর্যন্ত প্রাপ্ত তথ্য থেকে বলা হচ্ছে, যুক্তরাষ্ট্রে প্রায় এক কোটি ৫ লাখ বেআইনি অভিবাসী আছেন। যা দেশটির মোট জনসংখ্যার ৩ শতাংশ। এছাড়া বিদেশে জন্ম নেয়া যে ব্যক্তিরা আমেরিকায় থাকেন, তাদের মধ্যে ২২ শতাংশই বেআইনিভাবে আছেন।

Advertisement
Share.

Leave A Reply