fbpx

রাজধানীতে বাম জোটের হরতাল চলছে

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে রাজধানীর বিভিন্ন সড়কের মোড়ে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিলের মাধ্যমে অর্ধদিবস দিবস হরতাল পালন করেছে বাম গণতান্ত্রিক জোট।

২৮ মার্চ (সোমবার) সকাল ৬টা থেকে পল্টন এলাকাসহ রাজধানীর বিভিন্ন মোড়ে অবস্থান নিয়ে এই হরতাল পালন করছে  গণতান্ত্রিক বাম জোটের নেতাকর্মীরা।

হরতালের সমর্থনে বাম গণতান্ত্রিক জোটের সাথে যুক্ত হয়েছে শরিক দল সিপিবি, বাসদ, গণসংহতি আন্দোলন ও বিপ্লবী ওয়ার্কাস পার্টির নেতাকর্মীরা পল্টন মোড় থেকে তারা মিছিল বের করেন।

মিছিলটি মতিঝিল, গুলিস্তান, বিজয়নগর ঘুরে আবার পল্টন মোড়ে অবস্থা নেয়। এছাড়া পল্টন মোড়ে ব্যারিকেড় দিয়ে যানচলাচল বন্ধ করে দিয়েছে।

বাম জোটের ডাকা  হরতালকে কেন্দ্র করে পুলিশসহ সাদা পোশাকের আইনশৃঙ্খলা বাহিনী সদস্যদের পল্টন মোড়ে অবস্থান নিতে দেখা গেছে।

হরতালে কারণে যানবাহন চলাচল বন্ধ থাকায় রাজধানীতে দেখা দিয়েছে তীব্র যানজট। ভোগান্তিতে পড়েছেন অফিসগামীরা।

এদিকে হরতালের সমর্থনে বাম জোটভুক্ত ছাত্র সংগঠনগুলো শাহবাগ মোড় অবরোধ করেছেন। শাহবাগ মোড় ঘিরে সবগুলো সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। হরতালের সমর্থনে পিকেটিংও হয়েছে সেখানে।

নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি প্রতিরোধ এবং গ্যাস, বিদ্যুৎ ও পানির দাম বাড়ানোর তৎপরতা বন্ধের দাবিতে আজ সারা দেশে আধা বেলা হরতাল পালনের ডাক দেয় বাম গণতান্ত্রিক জোট।

Advertisement
Share.

Leave A Reply