fbpx

রাজধানীতে ৫ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং হতে পারে আজ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

জ্বালানি তেল ও বিদ্যুতের ঘাটতি কমাতে সরকারের ঘোষণা অনুযায়ী সারাদেশে চলছে এলাকাভিত্তিক লোডশেডিং। কখন কোন এলাকায় লোডশেডিং থাকবে সে সময়সূচি আগেই জানিয়ে দেয়া হয়।

সরকারের নির্দেশনা অনুযায়ী, দেশের বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলো সম্ভাব্য লোডশেডিংয়ের তালিকাও প্রকাশ করে আসছে।

সেই সূচি অনুযায়ী, আজ মঙ্গলবার (১ নভেম্বর) সকাল থেকে রাজধানীর কোনো কোনো এলাকায় পাঁচ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং হতে পারে। আবার কোনো এলাকায় একেবারেই লোডশেডিং নেই।

ঢাকায় বিদ্যুৎ বিতরণকারী দুই সংস্থা ডেসকো ও ডিপিডিসি তাদের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

মঙ্গলবার সকালে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ মুহূর্তে ডিপিডিসি এলাকাতে কোনো লোডশেডিং নেই। এনএলডিসি কর্তৃক কম বরাদ্দ পাওয়ার ভিত্তিতে লোডশেডিং আরোপিত হতে পারে। হালনাগাদ তথ্য জানার জন্য সময়ে সময়ে ডিপিডিসির ওয়েবসাইট ভিজিট করার জন্য অনুরোধ করা হলো।

অন্যদিকে রাজধানীর আরেক বিদ্যুৎ বিতরণ সংস্থা ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) কোথায়, কখন লোডশেডিং করবে, সে শিডিউল জানিয়ে দিয়েছে।

সম্ভাব্য লোডশেডিং শিডিউল জানতে ডেসকোর গ্রাহকরা ক্লিক করুন এখানে।

Advertisement
Share.

Leave A Reply