fbpx

‘রাজনীতিতে তরুণদের প্রয়োজন’

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বলিউডের দাবাং কন্যা সোনাক্ষী সিনহা বলেছেন, তরুণদের রাজনীতিতে আসা প্রয়োজন। তার ভাই অভিনেতা লাভ সিনহা। বাবা শত্রু ঘ্ন সিনহার পথ ধরে রাজনীতিতে তিনি নেমেছিলেন। এই অভিনেতার প্রথম সিনেমা ছিলো ‘সাদিয়ান'(২০১০) এবং সর্বশেষ তাকে দেখা গেছে ‘পল্টন'(২০১৮) সিনেমায়। শত্রুঘ্ন সিনহার পর তার স্ত্রী পুনম সিনহা রাজনীতিতে এসেছিলেন। এরপর এসেছিলেন তাদের ছেলে লাভ সিনহা। তিনি বিহারে নির্বাচনে প্রার্থীও হয়েছিলেন। পরিবারের পথ ধরে সোনাক্ষী সিনহাকে ভবিষ্যতে রাজনীতিতে দেখা যাবে কিনা সেটা নিয়ে এখনই জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে।

তিনি টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘এ ব্যাপারে আমার এখনই কোনো পরিকল্পনা নেই।’

তিনি ভাইয়ের রাজনীতিতে আসা প্রসংগে বলেন, “আমি খুব খুশি যে, ‘লুভ’ এই পদক্ষেপ নিয়েছে। কারণ, রাজনীতির ব্যাপারে ওর ঝোঁক আছে। রাজনীতির সাথে তার সুন্দর যোগাযোগ আছে এবং রাজনীতি সম্পর্কে সে অবগত। আমার মনে হয় সে ভালো ডিসিশনই নিয়েছে।”

তার পরাজয়ের বিষয়ে সোনাক্ষী বিশদ বিবরণ দিয়েছিলেন, ‘আমরা যা চাইতাম, অবশ্যই ফলাফলটি তা নয়। তবে, সে নিজেকে যেভাবে পরিচালনা করেছিলো এবং বিহারের সাথে যে সংযোগ রক্ষা করেছিলো তাতে, তার জন্য আমি গর্বিত। রাজনীতিতে আসার জন্য আমাদের তরুণদের দরকার এবং তিনি এই পদক্ষেপ নিয়েছেন বলে আমি আনন্দিত।’

ছোট্ট ভ্যাকেশন শেষে তিনি এখন নতুন বছরের সেলিব্রেশান নিয়ে ভাবছেন। তিনি বলেন, ‘আমি সাধারণত নতুন বছরে নতুন নতুন জায়গা ঘুরতে যাওয়ার পরিকল্পনা করি। যদিও এ বছর সেটা কতখানি সম্ভব হবে তা জানিনা। একটা দীর্ঘ বিরতি শেষে আমি ডিজিটাল প্রজেক্টের কাজের শুটিং শুরু করেছি। সম্ভবত, কাছাকাছি কোথাও যেতে পারি।’

Advertisement
Share.

Leave A Reply