fbpx

রাশিয়ার বিরুদ্ধে দেরিতে পদক্ষেপ নিয়েছে ইইউ: জেলেনস্কি

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

রাশিয়াকে থামাতে ইউরোপ দেরিতে পদক্ষেপ নেয়া শুরু করেছে বলে মন্তব্য করছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৃহস্পতিবার রাতে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপীয় ইইউনিয়নের সম্মেলনে দেয়া এক ভিডিও বার্তায় এই মন্তব্য করেন তিনি।

পশ্চিমা নেতাদের উদ্দেশে তিনি বলেন, ‘ আপনারা রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন। এ জন্য আমরা কৃতজ্ঞ। এগুলো শক্তিশালী পদক্ষেপ। কিন্তু একটু দেরি হয়ে গেছে।

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আরও বলেন, যদি মস্কোর বিরুদ্ধে প্রতিরোধমূলক নিষেধাজ্ঞা আরোপ করা হত, তাহলে হয়তো যুদ্ধের পথে যেত না রাশিয়া।

প্রেসিডেন্ট জেলেনস্কি তার ভাষণে, ইউক্রেনকে ইউরোপীয় ইইউনিয়নে অন্তর্ভুক্ত করতে সদস্য দেশগুলোকে অনুরোধ করেন।

Advertisement
Share.

Leave A Reply