fbpx

রাশিয়ার বিরুদ্ধে বিশ্বব্যাপী প্রতিবাদের আহ্বান জানিয়েছেন জেলেনস্কি

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

রাশিয়ার বিরুদ্ধে বিশ্ব জুড়ে বিক্ষোভ প্রতিবাদের আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, ‘মস্কো বিশ্বের সমস্ত মানুষের স্বাধীনতা কেড়ে নেয়ার চেষ্টা করছে।’

বুধবার এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, ‘ আমি ২৪ মার্চ থেকে রাশিয়ার বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি। এই দিনই ইউক্রেনে রুশ হামালার এক মাস হবে।’

ইউক্রেনের রাশিয়ার হামলা শুরু হওয়ার পর থেকে প্রায়ই ভিডিও বার্তা দিয়ে আসছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। তবে এবারই তিনি প্রথম বারের মত ইংরেজিতে বার্তা দেন।

ইউক্রেনকে সমর্থন করার জন্য তিনি বিশ্ববাসীকে রাজপথে নামার আহ্বান জানান। প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, ‘অফিস, বাড়ি, বা শিক্ষাপ্রতিষ্ঠান- যেখান থেকেই হোক, আপনার অবস্থান দেখান। শান্তির জন্য নেমে আসুন। ইউক্রেনকে সমর্থন করার জন্য, স্বাধীনতাকে সমর্থন করার জন্য রাস্তায় নামুন।’

Advertisement
Share.

Leave A Reply