fbpx

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: বিশ্বে খাদ্য সংকটের আশঙ্কা জাতিসংঘের

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বজুড়ে দ্রুত খাদ্য সংকট দেখা দিতে পারে, যা বছরের পর বছর স্থায়ী হতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ। বৃহস্পতিবার, ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি দিয়েছে এই তথ্য।

সংস্থাটির মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেন, এই যুদ্ধের কারণে জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় দরিদ্র দেশগুলোর খাদ্য নিরাপত্তা ভয়াবহ পর্যায়ে চলে গেছে।

তিনি আরও বলেন, রাশিয়ার হামালার কারণে ইউক্রেনের বন্দরগুলো দিয়ে খাদ্য সরবরাহ বন্ধ রয়েছে। এসব বন্দর থেকে বিপুল পরিমান গম, ভুট্টা ও সূর্যমুখী তেল রপ্তানি হত। ইউক্রেন থেকে রপ্তানি স্বাভাবিক না হলে বিশ্ব দুর্ভিক্ষের মুখোমুখি হতে পারে।

জাতিসংঘ বলছে, গেল বছরের তুলনায় এ বছর খাদ্যপণ্যের দাম এর মধ্যেই বিশ্বজুড়ে অন্তত ৩০ শতাংশ বেড়েছে।

সংস্থাটির মহাসচিব বলেন, খাদ্য রপ্তানি স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসার জন্য রাশিয়া, ইউক্রেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের সাথে তিনি যোগাযোগ করছেন।

বিশ্বের উৎপাদিত গমের ৩০ শতাংশই উৎপাদন হয় রাশিয়া ও ইউক্রেনে। যুদ্ধের আগে প্রতি মাসে ৪৫ মিলিয়ন টন খাদ্যশস্য রপ্তানি করতো ইউক্রেন।

https://www.facebook.com/bbsbangla.news/videos/3228189414103117

Advertisement
Share.

Leave A Reply