fbpx

রিটার্ন দাখিল করা যাবে রবিবার পর্যন্ত

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আয়কর রিটার্ন দাখিলের শেষ সময়ের মধ্যে শুক্র ও শনিবার সরকারি ছুটি থাকায় ব্যক্তিশ্রেনীর করদাতাদের ২০২১-২২ করবর্ষের আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ানো হয়েছে আগামী ২ জানুয়ারি, রবিবার পর্যন্ত।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) গত বৃহস্পতিবার এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে নতুন এ সময় বাড়ানোর কথা জানায়।

এনবিআর’এর প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২১-২২ করবর্ষের রিটার্ন দাখিলের শেষ সময় ছিল শুক্রবার (৩১ ডিসেম্বর)। কিন্তু, শুক্র ও শনিবার সরকারি ছুটি হওয়ায় সব কর অফিস বন্ধ থাকবে। তাই করদাতাদের সুবিধার্থে আয়কর রিটার্ন জমার শেষ তারিখ ২ জানুয়ারি, রবিবার পর্যন্ত বাড়ানো হয়েছে।

এদিকে, জরিমানা পরিহার করার লক্ষ্যে নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন জমা দিতে আহ্বান জানিয়েছে এনবিআর। এর আগে, রিটার্ন দাখিলের সময় ছিল ৩০ নভেম্বর, যা এক মাস বাড়িয়ে করা হয়েছিল ৩১ ডিসেম্বর।

করোনা পরিস্থিতির কারণে সৃষ্ট অসুবিধার কথা বিবেচনা করেই এ সময়সীমা বাড়ানো হয়েছিল।

Advertisement
Share.

Leave A Reply