fbpx

রুপিতে ভারত-বাংলাদেশের বাণিজ্য শুরু

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্যে রুপির ব্যবহার শুরু হলো আজ থেকে। মঙ্গলবার (১১ জুলাই) দুপুরে রাজধানীর হোটেলে বাংলাদেশ ব্যাংক ও ভারতীয় হাইকমিশনের যৌথ আয়োজনে বাণিজ্যে রুপির ব্যবহার শুরুর আনুষ্ঠানিক ঘোষণা হয়।

অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেন, এটা দুই দেশের পারস্পরিক সহযোগিতার অঙ্গীকারের নিদর্শন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার বলেন, ডলারের ওপর চাপ কমাতেই, দীর্ঘ চিন্তা ভাবনা করে আমারা এই পথে গিয়েছি।

রুপিতে লেনদেনের কারণে বাংলাদেশের রফতানি বেড়ে যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন গভর্নর।

রুপিতে লেনদেনের জন্য দুই দেশের কেন্দ্রীয় ব্যাংকই নিজেদের দুটি ব্যাংককে হিসাব খোলার অনুমতি দিয়েছে। এক্ষেত্রে বাংলাদেশের সোনালী ও ইস্টার্ন ব্যাংক রুপি লেনদেনে বিশেষ অ্যাকাউন্ট খোলার জন্য ভারতীয় রিজার্ভ ব্যাংক থেকে অনুমোদন পেয়েছে। এরই মধ্যে ভারতীয় স্টেট ব্যাংক অব ইন্ডিয়া ও আইসিআইসিআই ব্যাংকে লেনদেন হিসাব খুলেছে সোনালী ব্যাংক ও ইস্টার্ন ব্যাংক। একইভাবে বাংলাদেশের এ দুটি ব্যাংকে হিসাব খুলেছে ভারতীয় ব্যাংক দুটি।

Advertisement
Share.

Leave A Reply