fbpx

রুবেলকে দোষ দিতে নারাজ মাশরাফী

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বিপিএলে ফাইনাল ম্যাচে হারার জন্য সিলেট স্ট্রাইকার্স অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা দোষ দিতে নারাজ বোলার রুবেল হোসেনকে। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের শেষ ৪ ওভারে যখন ৫২ রান প্রয়োজন, তখন অধিনায়ক মাশরাফী রুবেলের হাতে বল তুলে দেন। এসে এক ওভারেই দিলেন ২৩ রান।

মূলত ম্যাচটা সেখানেই হারতে হয়েছে সিলেটের। এর আগে  জনসন চার্লসের রান যখন ৮, তার সহজ ক্যাচ রুবেল ফেলে দিয়েছিলেন। ফাইনাল শেষে সেই রুবেলকেই নিজেদের সেরা বোলার বলেছেন মাশরাফী। তবে এমন ওভারের পর ম্যাচে ফেরা কঠিন ছিল সেটাও বলেছেন তিনি।

“ রুবেলেই আমাদের ম্যাচে ফিরিয়েছে। হয়তোবা একটা ওভার এদিক সেদিক হয়েছে। রুবেল আমাদের সেরা বোলার ছিল। সে না হলে পেরেরা, না হলে তানজিম অপশন ছিল। আমি আত্মবিশ্বাসী ছিলাম, তানজিম রাউন্ড দ্য উইকেট থেকে ভালো করবে। । ঐ সময় যে–ই বোলিং করত, এমন ওভার হলে ম্যাচ বের হয়ে যাবে খুবই স্বাভাবিক। ”- সংবাদ সম্মেলনে মাশরাফী

ফাইনালে কোথায় হেরেছেন কথা বলেছেন সেই বিষয় নিয়েও। এমন উইকেটে আরও ১৫-২০ রান বেশি হলে ফলাফল  অন্যরকম হতে পারতো বলে মনে করেন তিনি। সেট ব্যাটার শান্ত মিডেলে আউট হয়ে যাওয়া নাকি ভুগিয়েছে তাদের।

“ মিডেলে নাজমুল হোসেন শান্ত আউট হওয়ায় ক্ষতি হয়েছে। নয়তো আরও ১০-১৫ বা আরও বেশি রান হওয়ার সুযোগ ছিল। শেষদিকে ওদের সুনিল নারাইন-মোস্তাফিজুর রহমান বোলিং করেছে। সেট ব্যাটার খেলতে পারলে হয়তোবা আরও বেশি রান হতো”

এবারই প্রথম বিপিএলে ফাইনাল ম্যাচ হারতে হয়েছে মাশরাফীকে। এর আগে চারবার ফাইনাল খেলে চারবারেই জিতেছিল ম্যাশ।

Advertisement
Share.

Leave A Reply