fbpx

রুশ হামলায় ইউক্রেনের ১৩৭ জন নিহত: জেলেনস্কি

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ইউক্রেনে রাশিয়ার হামলার দ্বিতীয় দিনে বড় বড় অনেক শহর ও সেনা ঘাঁটিতে রুশ ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া যাচ্ছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, বৃহস্পতিবারের হামলায় তাদের ১৩৭ জন মারা গেছেন। নিহতদের মধ্যে বেসামরিক নাগরিক ও সেনা সদস্য রয়েছে।

বিভিন্ন শহরে বিমান হামলার কারণে বাসিন্দারা আতঙ্কে রাত পার করেছেন। কেউ আশ্রয় কেন্দ্রে আবার কেউ বাড়ির বেজমেন্টে থেকেছেন।

ইউক্রেন সেনাবাহিনীর দাবি, তাদের পাল্টা হামলায় নিহত হয়েছে প্রায় ৫০ জন রুশ সেনা। ভূপাতিত করা হয়েছে ছয়টি রুশ বিমান। তবে নিরপেক্ষভাবে এই দাবি যাচাই করা যায়নি বলে জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি।

বিবিসি জানায়, পশ্চিম ইউক্রেনের একটি বিমানবন্দরের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এছাড়াও বেশ কয়েকটি সামরিক ঘাঁটি ও বিমানবন্দর লক্ষ্য করে হামলা চালানো হয়েছে দাবি করছে রাশিয়া। এর মধ্যে রয়েছে রাজধানী কিয়েভ আন্তর্জাতিক বিমানবন্দর ও পশ্চিমাঞ্চলের ইভানো-ফ্রাকিভস্ক বিমানবন্দর।

পূর্ব ইউক্রেনেরও লড়াইয়ের খবর আসছে। দেশটির দ্বিতীয় বড় শহর খারকিভের বাসিন্দারা জানান, দুই পক্ষের হামলা পাল্টা হামলায় তাদের ভবনগুলো কেঁপে উঠছে।

Advertisement
Share.

Leave A Reply