fbpx

রোনালদোর গোলে প্রথমবার ফাইনালে আল নাসর

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

প্রথমবারের মতো আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপের ফাইনালে ওঠার যোগ্যতা অর্জন করলো আল নাসর। আরব কাপের ৪২ বছরের এর আগে কখনোই টুর্নামেন্টটির ফাইনালে খেলতে পারেনি দলটি। আর এই সুযোগও হলো ক্রিশ্চিয়ানো রোনালদোর হাত ধরে।

পর্তুগিজ তারকা রোনালদোর গোলেই এত বছরের আক্ষেপ ঘুচালো সৌদি ক্লাবটির। সেমিফাইনালে ইরাকি ক্লাব আল শোরতাকে ১-০ গোলে হারায় তারা।

প্রিন্স সুলতান বিন আব্দুল আজিজ স্টেডিয়ামে ম্যাচের শুরুতে দ্রুতই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে ফেলে আল নাসর। ইরাকি চ্যাম্পিয়নদের উপর চড়াও হতে থাকেন রোনালদো। কিন্তু কিছুতেই যেন গোলের দেখা পাচ্ছিলেন না। ম্যাচের ৩০ মিনিটে ব্রজোভিচের পাস থেকে জালের ঠিকানা খুঁজে নিলেও সেই গোল বাতিল হয় অফসাইডে থাকার কারণে।

বিরতির পরও প্রতিপক্ষকে চাপে রাখে আল নাসর। এবার গোলের দেখাও পায় তারা। ৭৩ মিনিটে সাদিও মানে বক্সের ভেতর ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পটকিক থেকে ঠান্ডা মাথায় দলের হয়ে জয়সূচক গোলটি করেন রোনালদো। এনিয়ে টানা চতুর্থ ম্যাচে গোল করেন এই স্ট্রাইকার। তার করা এই গোলে ভর করেই ফাইনালে পৌঁছায় আল নাসর।

আগামী শনিবার ফাইনালে আল নাসরের প্রতিদ্বন্দ্বী স্বদেশি ক্লাব আল হিলাল।

Advertisement
Share.

Leave A Reply